আমরা মানুষ মন থেকে চাইলে অনেক কিছু করতে পারি। আবার মন থেকে চাইলে অনেক কিছু করতে পারি না, যদি না পরিশ্রমী না হই। যদি সহজ ভাবে বলি বিষয়টি ত...
আমরা মানুষ মন থেকে চাইলে অনেক কিছু করতে পারি। আবার মন থেকে চাইলে অনেক কিছু করতে পারি না, যদি না পরিশ্রমী না হই।
যদি সহজ ভাবে বলি বিষয়টি তাহলে এমনটা দ্বারায়।
আমার বন্ধু রফিক সে চা পান করবে। কিন্তু সে চা বানাতে পারে না এমনকি অলসতা করে চাওয়ালার দোকানেও যাচ্ছে না। কিন্তু তার মন অনেক ভাবে চাচ্ছে চা পান করতে।
ঠিক তেমনি আমরা এমন অনেক আছি যারা অনলাইনে অধির আগ্রহের সাথে ইনকাম করতে চান কিন্তু কাজ শিখতে চান না। আবার কাজটা শিখলেও নিয়ম মেনে কাজটা করেন না। তাহলে ইনকামটা হবে কি করে?
কাজ শিখাটা যতটুকু প্রয়োজন কাজ সুন্দর করে এপ্লাই করে ইনকামের রাস্তা তৈরী করাও কাজ শিখার চেয়েও প্রয়োজন।
যদি আপনার পরিবেশ এর জন্য আপনি অলস হয়ে থাকেন। তাহলে দ্রুত আপনার পরিবেশ বদলে ফেলুন। নিজেকে সঠিক প্লেসে নিয়ে যান। সঠিক সময় সঠিক কাজটি না করতে পারলে জীবনে অনেক বেশি খটরমট হয়ে যায়।
আমার সাথে যাদের কথা হয়। সবাই হতাশ কেউ বেশি ইনকাম একেবারেই করতে পারছে না সেই কারণে আবার, কেউ আরএকটু বেশি করতে পারবে কিভাবে সেই কারণে । কেউ নিজের জায়গা থেকে সন্তুষ্ট না। কিন্তু অলস মানুষগুলো এত সন্তুষ্ট থাকে কিভাবে
চলুন নিজেকে বদলাই আপনি ও পারবেন। দেখিয়ে দিন পৃথিবীকে আপনি অলস না। এতদিন শুয়ে ছিলেন শুধু নিজেকে রেস্ট দেওয়ার জন্য মাত্র । আজ থেকেই কাজে লেগে পড়ুন। পৌছিয়ে যান আপনার গন্থব্যস্থলে। শুভ কামনা আপনার জন্য হ্যা আপনার জন্য।

লেখায়ঃ শেখ রাসেল
COMMENTS